শ্যামলবাংলা ডেস্ক : ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তি সৃষ্টি করছেন। আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না।’ জানালেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
সম্প্রতি একটি আপত্তিকর ভিডিও ক্লিপ ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে। ভিডিওটি মেহজাবিনের বলে ছড়াচ্ছে কেউ কেউ। বিষয়টি মেহজাবিনের চোখে পড়তেই ১৭ সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কথাগুলো লিখেছেন মেহাজিবন।
ভিডিও তার দর্শকদের মাছে বিভ্রান্ত ছড়ানোর জন্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তাদের বিষয়টি নিয়ে সচেতন থাকার অনুরোধ করেন এ অভিনেত্রী। বিষয়টি নিয়ে আইনের শরণাপন্ন হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
মেহজাবিন জানান, ‘আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’
বিষয়টি নিয়ে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করা হলে এক উর্দ্ধতন কর্মকর্তা জানান, আনঅফিশিয়ালি মেহজাবীনের বিষয়টি সম্পর্কে আমরা জানার কথা নিশ্চিত করেছেন। তবে অফিশিয়ালি মেহাজাবীনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেবেন বলে জানিয়েছেন তিনি।
