শ্যামলবাংলা ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তারিন (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
তারিন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাসির তালুকদারের মেয়ে। ৩ দিন ধরে সে ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি হাসপাতালের কেউ স্বীকার না করলেও মেয়েটির ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু জ্বরের কথা উল্লেখ করা হয়েছে।
মৃত তারিনের মামা লোকমান হোসেন গনমাধ্যমকর্মীদের জানান, তারিন পূর্ব মাসুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ১০-১২ দিন ধরে তার জ্বর ছিল। গত ১২ সেপ্টেম্বর তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ৩দিন ধরে সে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। আজ মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে হাসপাতালে নতুন ৪৬ জন ভর্তি হন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। বর্তমানে ভর্তি ২৩৫ জন ডেঙ্গু রোগী।