ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা নির্বাচনে ৩ চেয়ারম্যানসহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ৬:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৩ চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে বাছাইয়ের কাজ সম্পন্ন করা হয়।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের ‘বিদ্রোহী’) মিনহাজ উদ্দিন মিনালের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আয়কর নথি চালু না থাকায় চেয়ারম্যান পদে বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মিজানুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম মিজানের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে নারী ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র বহাল রয়েছে। এদিকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী ইলিয়াছ উদ্দিন ও মিনহাজ উদ্দিন মিনাল জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে তারা আপীল করবেন।
বাছাইয়ের পর যাদের মনোনয়নপত্র বহাল আছে তারা হচ্ছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ভিপি মোহাম্মদ বায়েযীদ হাছান। ভাইস চেয়ারম্যান পদে মুহাম্মদ মনোয়ারুল ইসলাম, মো. জুলহাস উদ্দিন, মোহাম্মদ মোছা মিঞা ও মো. আল হেলাল এবং নারী ভাইস চেয়ারম্যান পদে শামীম আরা বেগম ও সাবিহা জামান। পঞ্চম ধাপে আগামী ১৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা ওইসব তথ্য নিশ্চিত করে জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপীলকারী কর্তৃপক্ষ জেলা প্রশাসকের নিকট আপীল করতে পারবেন। আগামী ২২ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন বলেও জানান তিনি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!