স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে জেলা বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
