শ্যামলবাংলা ডেস্ক : প্রকাশ হলো নতুন মিউজিক ভিডিও ‘দিশেহারা মন’। গানটির গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালনা করেছেন জুয়েল বাপ্পি গানটিকে কন্ঠ দিয়াছেন পরান । এতে মডেল হিসাবে কাজ করেছেন তন্ময় সাবি ও ওলিভিয়া । মিউজিক ভিডিওটি রোমান্টিক গল্পে উপর নির্মিত হয়েছে।মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন জুয়েল বাপ্পি।
এ প্রসঙ্গে নির্মাতা জুয়েল বাপ্পি জানান, ‘আমরা সুুন্দর ভাবে মিউজিক ভিডিওটি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ করেছি। ওই গানটির কথা অনেক সুুন্দর। আশা করছি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে। এটি ইউটিউব ডিজিটাল সিডি মিউজিক ড্রামা চ্যানেলে প্রকাশিত হলো।
