ads

মঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ মাস পর বাসায় ফিরছেন এটিএম শামসুজ্জামান

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০১৯ ৭:৫০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : চিকিৎসা শেষে চারমাস পর বাসায় ফিরছেন বরেণ্য অভিনেতা এটি এম শামসুজ্জামান। আগামীকাল বুধবার এটি এম শামসুজ্জামান বাসায় ফিরবেন বলে জানিয়েছেন তার স্ত্রী রুনী জামান।
তিনি জানান, ‘চারমাস চিকিৎসা নেয়ার পর চিকিৎসক তাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছে। তবে বাসায় গেলেও চিকিৎসকদের তত্বাবধানে চলতে হবে তাকে। বাসাতেই চিকিৎসা চলবে। তবে আল্লাহর কাছে শুকরিয়া তিনি গুরুতর অসুস্থতা থেকে সুস্থতা দান করেছেন। অবশেষে এটিএম শামসুজ্জামানকে বাসায় নিতে পারছি। সবাই তার জন্য দোয়া করবেন।’
গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরোনো ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এ অভিনেতাকে। পরে সেখান থেকেশাহবাগের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে ডাক্তার আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে তার। এখানে তার বড় একটি অপারেশনও হয়। এরপরই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এ অভিনেতা। এবার বাসায় ফেরার খবর জানানো হলো।
গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। নিয়মিত খোঁজ-খবরও রাখেন প্রধানমন্ত্রী।
অভিনেতা এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদকও পেয়েছেন।

Need Ads
error: কপি হবে না!