টুঙিপাড়ায় জন্ম নিলো দুরন্ত এক খোকা৷
তারুণ্য যার শিরায় শিরায় যায় কি তারে রোখা?
নদী-নালা-মাঠ পেরিয়ে চলে দুর্বার গতি৷
কলিজায় তার আঘাত লাগে লোকের হলে ক্ষতি৷

চরম শীতে গরম চাঁদর শরীর থেকে খুলে
শীতার্ত এক বৃদ্ধের গায়ে জড়িয়ে দেন তুলে৷
ইতিহাসটা পড়তে গিয়ে ঘুরে যায় তার মাথা,
দিব্যচোখে দেখেন দেশের নানা দুঃখগাঁথা!
বজ্রকণ্ঠে গর্জে উঠেন রয়েল বেঙল টাইগার,
অধীনতার মূলোৎপাটন ছাড়া উপায় নাই আর৷
আন্দোলনে নামেন তিনি সাথে নিয়ে জনগণ৷
জেলেও যেতে হলো তবু ভাঙলো না তার প্রাণমন৷

রুদ্ধশ্বাসে ছুটে বেড়ান, আমজনতায় বুঝিয়ে
নির্বাচনে জয়ী হলেন সত্তুরে মাঠ গুছিয়ে৷
পাকিস্তানি ষড়যন্ত্র নতুন করে বাঁধে ঘর!
“স্বাধীনতার সংগ্রাম” বলে ঘোষনা দেন মুজিবর৷
কালরাতে হামলা করে ইয়াহিয়া কাপুরুষ!
মুক্তিযুদ্ধে বিজয়ী হয় মুজিবসেনা বীরপুরুষ৷
ইতিহাসে ফেলুর করেন ইতিহাসের জন্মদান;
তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ॥




