স্টাফ রিপোর্টার ॥ অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার যৌন নিপীড়নের প্রতিবাদ করায় ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত রাফীকে পুড়িয়ে মারার প্রতিবাদে সকল দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মৌন আন্দোলন করেছে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) শেরপুর জেলা শাখা। বৃহস্পতিবার সকালে শহরের মাধবপুর এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই মৌন আন্দোলনে এনসিটিএফ নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।
ওইসময় জেলা এনসিটিএফ’র সভাপতি আফসানা রহমান প্রীতি, সাধারণ সম্পাদক নওশীন তাবাসসুম সুস্মি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার, নুসরাত জাহান আশা, জেলা ভলান্টিয়ার রজত সাহা অন্তু, আরিফা সিদ্দিকাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করেন এনসিটিএফ নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে ওই স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
স্বারকলিপিতে দ্রুততম সময়ের মধ্যে নুসরাত হত্যার বিচারসহ অন্যান্য শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধের জন্য জড়িত ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়।