শ্যামলবাংলা ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বুধবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে নেমেছিল বার্সেলোনা। ১২ মিনিটে ইউনাইটেড লেফটব্যাক লুক শ-র আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকেরা। এক গোল ব্যবধানেই হারতে হয়েছে ইউনাইটেডকে। আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার বার্সার মাঠে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের খেলা।