স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে পহেলা বৈশাখ থেকে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা হবে ডিসি উদ্যানে। জেলা প্রশাসন, বিসিক এবং বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন সংস্থা (নাসিব) ওই বৈশাখী মেলার আয়োজন করবে। পহেলা বৈশাখে সকাল ৮টায় কালেক্টরেট চত্বর থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আয়োজন করা হবে মঙ্গল শোভাযাত্রার। সূর্যোদয়ের সাথে সাথে ভোর ৬টায় ‘এসো হে বৈশাখ, এসো এসো..’ গানে গানে নতুন বছরকে বরণ করা হবে। এ উপলক্ষে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা, লোকজ ঐতিহ্যের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন করা হবে।
৭ এপ্রিল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় এসব অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টা করে একটি উপদেষ্টা কমিটি, জেলা প্রশাসককে প্রধান করে ১২১ সদস্যের একটি উদযাপন কমিটি এবং সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিকবৃন্দ, শিল্পী-সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও পেশাজীবীদের সমন্বয়ে তিনটি উপ-কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন। এসময় তিনি বাংলা নববর্ষ-১৪২৬ শেরপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল প্রমুখ। ওইসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।