শ্যামলবাংলা ডেস্ক : তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বেশ পুরানো। ফের নতুন কাণ্ড ঘটিয়ে আলোচনায় আসলেন উমর আকমল। তার জন্য জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তান দলের অন্যতম এই প্রতিভাধর ব্যাটসম্যানকে। জানা গেছে, গত শুক্রবার রাতে দুবাইয়ে আমেরিকান গায়ক একনের কনসার্ট ছিল। আকমল সেটা দেখতেই সতীর্থদের রেখে হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন। ফেরেনও রাত করে।
এমন কাণ্ডের ঘটানোর জন্য আপাততঃ ম্যাচ ফির ২০ ভাগ জরিমানা দিয়েই পার পাচ্ছেন উমর আকমল।
এদিকে আকমলের এ কাজকে অপেশাদারিত্ব বলে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালক ওয়াসিম খান।
পিসিবি পরিচালক বলেন, আমি খুশি যে আকমল ভুল বুঝতে পেরেছে। কর্মের জন্য ক্ষমা চেয়েছে। সে কাজের জন্য অনুতপ্ত। এটি পরিস্কারভাবে অপেশাদারিত্বের কাজ। এটি কোনোভাবেই উপেক্ষা করা যায় না।
তিনি আরো বলেন, আকমলের এ শাস্তি অন্য খেলোয়াড়দের জন্য একটি বার্তা। বোর্ড খেলোয়াড়দের কাছ থেকে উচ্চপর্যায়ের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা প্রত্যাশা করে। পিসিবি বিশৃঙ্খলা সহ্য করবে না।