স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালা হাতে নিয়েছে খেলাঘর আসর। ৩১ মার্চ বিকেলে শেরপুর শহরের চকবাজার স্থানীয় শহীদ মিনারে জেলা খেলাঘর আয়োজিত অনুষ্ঠানমালার উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
জেলা খেলাঘর সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, খেলাঘর সংগঠক আব্দুল্লাহ সালেহ প্রমুখ বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক নন্দ সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাকিম বাবুল, সঙ্গীত ও চারুকলা একাডেমীর অধ্যক্ষ আলিমুল ইসলাম, নকলার মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের আব্দুল মোতালেব শিপন, ঝিনাইগাতীর দিনমনি খেলাঘর আসরের আলমগীর হোসেন, প্রাণবন্যা খেলাঘর আসরের মিরজু, টেনিস ক্লাব সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ভিত্তি করে পাতাবাহার খেলাঘর আসরের ক্ষুদে শিল্পীরা নৃত্যগীত এবং নকলার মেহেদীডাঙ্গা খেলাঘর আসরের ক্ষুদে বন্ধুরা আবৃত্তি পরিবেশন করে। খেলাঘরের বিভিন্ন শাখার সংগঠক, শিশু-কিশোর সহ অভিভাবক, সাংবাদিক ও সুধীবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।
জেলা খেলাঘর সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, খেলাঘরের উদ্যোগে সারাদেশে একযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শেরপুর জেলা খেলাঘরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান হলো।আগামী ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হবে।