ads

বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০১৯ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৮, ২০১৯ ৪:৩০ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুলু মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুড়িকাহনিয়া গ্রামে বাড়ির পাশের নিজ ধান ক্ষেতে ওই ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া স্থানীয় মৃত বশির উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুলু মিয়া বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ ধান ক্ষেতে ঘাস কাটতে গেলে ধান ক্ষেতের উপর দিয়ে যাওয়া জি.আই তারের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে লোকজন তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা আবাসিক প্রকৌশলী মোকছেদুল আলম সোহাগ বলেন, ঘটনাটি আমি শুনেছি। বর্তমানে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads
error: কপি হবে না!