শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুলু মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুড়িকাহনিয়া গ্রামে বাড়ির পাশের নিজ ধান ক্ষেতে ওই ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া স্থানীয় মৃত বশির উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুলু মিয়া বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ ধান ক্ষেতে ঘাস কাটতে গেলে ধান ক্ষেতের উপর দিয়ে যাওয়া জি.আই তারের বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে লোকজন তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা আবাসিক প্রকৌশলী মোকছেদুল আলম সোহাগ বলেন, ঘটনাটি আমি শুনেছি। বর্তমানে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।




