স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জাতীয় বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে ‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সেমিনার ও ক্যুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে পোড়াগাঁও উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান লাভ করে সরকারি ভিক্টোরিয়া একাডেমী।
ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন ও অহনা জিন্নাতের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী ফাহিম ফয়সাল, ইসরাত জাহান মিতা প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিক্টোরিয়া একাডেমীর সহকারী শিক্ষক (বিজ্ঞান) জহুরুল হক। ওই সেমিনার ও ক্যুইজ প্রতিযোগিতায় জেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
