স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৪০) নামে এক বালু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ মার্চ বুধবার দুপুরে সদর উপজেলার সাতপাকিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল উপজেলার বয়ড়া পরাণপুর এলাকার মৃত হযরত মিয়ার ছেলে।
জানা যায়, প্রতিদিনের মতো নজরুল বালু শ্রমিকের কাজ করার জন্য শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ সংলগ্ন সাতপাকিয়া গ্রামের বালু মহালে যান। বালুর গাড়ির সিরিয়াল থাকায় কর্মরত নিজ ট্রাকের নিচে শুয়ে ঘুমিয়ে পড়েন। পরে ট্রাক চালক বিষয়টি খেয়াল না করে গাড়িটিকে পেছনে নিতে গেলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে নজরুলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই ট্রাকটি দিয়ে শহরের দিকে পাঠিয়ে দিলে পুলিশ খবর পেয়ে কুসুমহাটি এলাকা থেকে ঘাতক ট্রাকসহ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।