শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে অগ্নিকাণ্ডে একটি বাড়ি ভস্মিভূত হয়েছে। ২৭ মার্চ বুধবার বিকেলে উপজেলার গড়জরিপা ইউনিয়নের গড়জরিপা কাগডের গ্রামে আইয়ুব আলীর বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ওই ঘটনা ঘটে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
জানা যায়, গৃহকর্তা আইয়ুব আলী অসুস্থ্য থাকায় বুধবার সকালে তার ছেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে বিকেলে ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ওইসময় আইয়ুব আলীর স্ত্রী সাহেদা বেগমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ওই বাড়িতে এসে আগুন নেভাতে চেষ্টা করে। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে একটি টিনসেড বসত ঘর, ঘরের আসবাবপত্র ও স্বর্ণালংকারসহ গচ্ছিত প্রায় ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার পর থেকে পরিবারটি বসবাস করছে খোলা আকাশের নিচে।
ক্ষতিগ্রস্ত আইয়ুব আলীর স্ত্রী সাহেদা বেগম বলেন, আমগোর আর কিছুই নাই। ঘরের সব মালামাল পুড়ে ছাই অইছে। মেলা ট্যাহা জমাইছিলাম। তাও পুইড়া গেছে। কোনো কিছুই বাইর করতে পারিনাই। অহন কোথায় থাকমো? কি করমো? এ কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন সাহিদা বেগম। গড়জরিপা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও প্রত্যক্ষদর্শী ফরহাদ আলম সুমন, জাহিদুল ইসলাম হৃদয়সহ অনেকে জানান, তাদের ঘরে টিভি, ফ্রিজ, শোকেজ স্বর্ণালংকার, ধান, চালসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে। এখন তারা খুবই অসহায়।
উপজেলা ফায়ার সার্ভিসের লিডার ছানোয়ার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে ঘরের অনেকটাই পুড়ে যায়। পরে আমরা প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি।