নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দিনব্যাপি যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। শহীদদের স্মরণে স্থানীয় শহিদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং সকল সরকারি-বেসরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত ও ব্যক্তি মালিকানাধীন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য স্বাধীনতার র্যালি শহর প্রদক্ষিণ করে। সকাল ৮ টায় সারাদেশের ন্যায় একযোগে প্রধানমন্ত্রীর সাথে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে। কুচকাওয়াজ, ডিসপ্লে, বাণী প্রদান, বীর মুক্তিযোদ্ধা শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে বিজয় সংবর্ধনা দেওয়া হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। এছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু, উপজেলা নিবাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হোসেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
