শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহাজোটের উদ্যোগে ২১ মার্চ বুধবার দুপুরে পৌর শহরের প্রধান সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১১তম গ্রেড করা ও বেতন বৈষম্য নিরসনের দাবি তুলে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহাজোটের সভাপতি ও শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, সহ-সম্পাদক ও রানীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইবনুল হাসান, শিক্ষক নেতা গোলাম মোস্তুফা, ফরিদুজ্জামান, জান্নাতুল, সাইদুর রহমান ও আশরাফ আলী প্রমূখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর এর নিকট স্বারক লিপি প্রদান করেন। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা অংশ গ্রহণ করেন।