স্টাফ রিপোর্টার ॥ ‘পুলিশ জনতা ঐক্য গড়ি, মাদক জঙ্গী নির্মূল করি’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে এবং আইন-শৃঙ্খলা বিষয়ে জনসচেতনতামূলক এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বুধবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে কামারেরচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা। ওইসময় তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ। শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলা গড়তে হলে সবাইকে বড় স্বপ্ন দেখতে হবে। পরে তিনি মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গিবাদ ও ভিক্ষাবৃত্তিকে না বলুন সম্বলিত লাল কার্ড হাতে ধরিয়ে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাছান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, কামারেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরফান আলী, আব্দুস ছালাম বিএসসি, শিক্ষক কামরুল হাসান, সার্জেন্ট (অব:) আব্দুল মজিদ, যুবলীগ নেতা গোলাম মোস্তফা সরকার, যুবলীগ নেতা আব্দুল মতিন, ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক আবু সাঈদ আরজু, ছাত্রলীগ নেতা শাহিন ও ইব্রাহীম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আছাদুজ্জামান মোরাদ।
সমাবেশে শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
