বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় সম্প্রতি বগুড়ার আমতলী মডেল স্কুল আয়োজিত শিক্ষামেলায় ‘শান্তি পাইলাম না’ শিরোনামে একটি মিউজিক ভিডিও’র এ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। ব্যতিক্রমধর্মী এই ভিডিও এ্যালবামের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ডাঃ এজেডএম মাইদুল ইসলাম, প্রখ্যাত গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির, ব্যবস্থাপনা পরিচালক মীর মহরম আলী ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন আমতলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মীর লিয়াকত আলীসহ আরও অনেকে ।
‘শান্তি পাইলাম না’ এ্যালবামে মোট ৭টি গানের ভিডিও নিয়ে সাজানো হয়েছে। এ্যালবামের সবগুলো গান লিখেছেন সাংবাদিক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মীর লিয়াকত আলী। সুর করেছেন মিল্টন খন্দকার, সাহাবুদ্দিন মজুমদার ও এস এম পান্না। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মিল্টন খন্দকার, পলাশ লৌহ, শায়লা শারমিন ও সুকান্ত দেবনাথ। এ্যালবামে স্থান পাওয়া গানের শিরোনামগুলো হলো ‘জাইগা থাকে মা’, ‘শান্তি পাইলাম না’, ‘পথহারা এতিম আমি’, ‘খোদার ডাকে যাচ্ছি চলে’, ‘যে প্রেমে বেদনা’, ‘টাউট ঘটকের পাল্লায় পড়ে’, ‘লেখাপড়ায় বয়স লাগে না’। এ্যালবামের প্রযোজক মীর লিয়াকত আলী, পরিচালক মীর আব্দুল আলীম। এ্যালবাম পরিবেশনায় আমতলী মডেল ফাউন্ডেশন, শিবগঞ্জ, বগুড়া। এ্যালামের গানগুলো গতানুগতিক গান থেকে আলাদা। জীবনমুখী এসব গানে থাকছে দুঃখ-ক্ষোভ, পরিণয়-পরিণতি, মান-অভিমান, প্রেম-ভালবাসাসহ নানা বিষয়। এ্যালবামের গানগুলোর ভিডিও ‘আমতলী মিউজিক ভিডিও’ এবং ‘শব্দ মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি