স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুরে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ রবিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নয়ন তালুকদারের নিজ অর্থায়নে ৬৩ নং পশ্চিম ঝিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ওই ইউনিফর্ম বিতরণ করা হয়।
আয়োজন সম্পর্কে নয়ন তালুকদার বলেন, আজকের শিশুরাই আগামীদিনের কর্ণধার। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জাতি গঠনের জন্য শিশুদের প্রতি যত্নবান হতে হবে। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
ওই সময় শেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আরাফাত, সাংগঠনিক সম্পাদক পাপ্পু, শান্ত, হাসেন, শাকিল, আকাশ, মাহিদ, মেহেদী, স্বাধীন, সাজিদ, আবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
