স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা প্রশাসক কার্যালয় অঙ্গনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ওই ম্যুরালের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, বাংলাদেশের আরও কিছু জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতার ম্যুরাল থাকলেও শেরপুরে তা না থাকায় বিষয়টি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমাকে নাড়া দেয়। তাই আমার দায়িত্ব ও কর্তব্যবোধের জায়গা থেকে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই আমি মনে করেছি বাংলাদেশের মহান স্থপতির একটি ম্যুরাল এখানেও স্থাপন করা প্রয়োজন। তবে সরকারের কোনো নির্দেশ বা সরকারের কোনো অর্থ ব্যয়ে নয়, স্থানীয়ভাবে অর্থ সংগ্রহের মাধ্যমে তা করা হয়েছে।
ম্যুরাল উদ্বোধনকালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সদর এসি ল্যা- ফারুক আল মাসুদ, এনডিসি মেজবাউল আলম ভুইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওন, মাহমুদুল হাসান, নিরুপমা রায় ও অহনা জিন্নাত, ম্যুরালের স্থপতি হারুন অর রশিদ, সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু ও দেবাশীষ ভট্টাচার্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক আনার কলি মাহবুবের আগ্রহে কালেক্টরেট ভবন অঙ্গনের পূর্ব পাশে স্থাপিত ৩৫ ফুট বেদীর উপর নির্মাণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের ম্যুরাল। কালেক্টরেট ভবন অঙ্গনের ফুল বাগানের পাশে পরিচ্ছন্ন জায়গায় ওই ম্যুরালটি নির্মিত হওয়ায় খোদ অঙ্গনটিই যেন আলোকিত হয়ে উঠেছে। যাতায়াতকারী-আগন্তুকসহ অনেকেরই দৃষ্টি কাটছে ম্যুরালটি। এতে মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মসহ অনেকেই বেজায় খুশি।
