শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শিক্ষার্থীদের মাঝে সততার আলো ছড়াতে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের এমএনবিপি সরকারি বালিকা বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার দূর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা প্রশাসন ও এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে সততা স্টোর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সততা স্টোরের ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর।
এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা শিক্ষা অফিসার নামজুশ শিহার, মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তাকুলদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার আব্দুল বারী সিদ্দিক, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জন পল স্কু, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি রহুল আমিন কালাম, সাধারন সম্পাদক রেজাউল করিম বকুল প্রমূখ। এ সময় সকল শিক্ষার্থীদের দূর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়। এতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ওই বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
