ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পূর্ণ করতে প্রার্থীদের নিয়ে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমূখ। এ সভায় উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।