শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিয়াচন্ডী দহেরপাড় গ্রামে প্রতিষ্ঠিত স্বাবলম্বী বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম পরিবর্তন করে দহেরপাড় জয়িতা প্রতিবন্ধী বিদ্যালয় করা হয়েছে। সম্প্রতি আলোচনা সভায় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সর্বসম্মতিক্রমে ওই নাম পরিবর্তন করা হয়। ৮ মার্চ শুক্রবার বিকেলে আলোচনা সভা ও লিখিত এক রেজুলেশনের মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বিদ্যালয়টি পরিচালনার জন্যে দায়িত্বভার দেয়া হয় বেসরকারি সংস্থা স্বাবলম্বী সমিতি (এসএস) কে। তবে ওই সমিতি বিদ্যালয়টি পরিচালনা না করায় বিদ্যালয়ে পাঠদানসহ নানা সমস্যা সৃষ্টি হয়। এজন তারা ওই বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্যে আলোচনা সভার আহবান করেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। এতে সকল সদস্যের সম্মতিক্রমে ওই বিদ্যালয়ের নামকরণ করা হয় দহেরপাড় জয়িতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাকিম ও মোতালেব হোসেন বক্তব্যের এক পর্যায়ে বলেন, ওই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে আমরা জমি দান করেছি। বিদ্যালয় ভবন ও অবকাঠামোসহ নানা কার্যক্রম ব্যয় করতে হয় আমাদের। এ জন্য আগের নাম পরিবর্তন করেন এখন দহেরপাড়া জয়িতা বহুমূখী বিদ্যালয় করা হয়েছে। এমনকি সংস্থার নামও পরিবর্তন করে দেয়া হয়েছে জয়িতা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দহেরপাড় গ্রামে আজো কোনো প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠেনি। এতে অনেক দরিদ্র শিশু পড়া লেখা থেকে ঝরে পড়ে। এ জন্য ২০১৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয়েছে। এতে ওই বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।




