স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে কাপড়ের দোকানের পুরো মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ৮ মার্চ শুক্রবার শহরের প্রাণ কেন্দ্র নয়ানী বাজার এলাকায় সন্তোষী বস্ত্র বিতানে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই দোকানের মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকানের মালিক গৌতম সাহা মনা।
স্থানীয়রা জানায়, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন থাকায় দোকান মালিক সারাদিন দোকানে যাননি। এছাড়া রাতের বেলা এবং সাপ্তাহিক বন্ধের কারণে পুরো এলাকায় লোক চলাচলও ছিল খুবই কম। রাত পৌণে ৯টার দিকে হঠাৎ করেই ওই দোকানের ঘরের চালের উপর দিয়ে আগুনের শিখা দেখতে পায় আশপাশের লোকজন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে বেশ কিছুক্ষন আগুন জ্বলার কারণে দোকানের ভিতর সব কাপড় পুড়ে ছাই হয়ে যায়।