স্টাফ রিপোর্টার ॥ প্রতিযোগিতামুলক পরীক্ষার মাধ্যমে মালিঝিকান্দা ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে ‘ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক শিক্ষাবৃত্তি ২০১৯’ প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ শেরপুর ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী ও মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন প্রধান অতিথি মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব আব্দুল্লাহ হারুন। ওইসময় তিনি লেখাপড়ায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য শিক্ষাখাতে বিনিয়োগের কথা উল্লেখ করে সরকারের লক্ষ্যমাত্রা ২০২১ এবং ২০৪১ অর্জনের জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, একমাত্র শিক্ষিত এবং প্রশিক্ষিত শিক্ষার্থীরাই পারে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি নিজেদের ভাগ্য বদলাতে। আর এজন্য ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম আর আর অধ্যাবসায় চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম।