শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩ মার্চ রবিবার বিকালে কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসার আয়োজনে ওই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ওই বিদ্যালয়ে ছাত্রীরা ফুল দিয়ে বরণ করে নেয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চানকে। এ সময় ফুটে ওঠে বিদ্যালয় মাঠে এক অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশ।
কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসার সভাপতি ও আওয়ামীলীগ নেতা ছালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চান। তিনি বক্তব্যে ওই মাদ্রাসার অবকাঠামো উন্নয়নসহ নানা দিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, বর্তমান সরকার গ্রামকে শহরে পরিণত করার কাজ করছে। এ মাদ্রাসার উন্নয়নের মধ্যে দিয়ে এ গ্রাম পরিণত হবে শহর। এখন গ্রামের মেয়েরা আর শহরে গিয়ে পড়ালেখা করতে হবেনা। গ্রামই যদি শহর হয় তাহলে এখানের প্রতিষ্ঠানেই পড়ালেখা করতে পারবে।
ওই মাদরাসার শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, বিশিষ্ট্য সমাজ সেবক ও উপজেলা আওয়ামীলীগ সদস্য মোহাম্মদ আলী লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, জেলা পরিষদ সদস্য আবু জাফর, কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আতাউল্লাহ, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গ, উপজেলা ছাত্রলীগ আহবায়ক এ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক জিয়াউল হক জেনারেল, সাবেক সাধারন সম্পাদক জুয়েল আকন্দ প্রমূখ। এসময় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসনলাম জুয়েল, উপজেলা জাসদের সভাপতি শাহ মো. কোহিনুর হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জিয়াউল হক জেনারেলসহ মাদরাসার সকল ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
