স্টাফ রিপোর্টার ॥ আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে ১ প্রার্থী ও ভাইস-চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলকৃতরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই (ন্যাশনাল পিপলস পার্টি) ও ভাইস চেয়ারম্যান পদে একই উপজেলার ফকির মো. সাইফুল ইসলাম ও আব্দুর রহিম এবং শ্রীবরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন ও ফারুক হোসেন শ্যামল। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা তাদের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন।
ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে বাছাইয়ের পর ১ চেয়ারম্যান প্রার্থী ও ২ ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে তারা হলেন চেয়ারম্যান পদে এস এম আব্দুল্লাহহেল ওয়ারেজ নাঈম (আওয়ামী লীগ), মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র), আবুল কালাম আজাদ (স্বতন্ত্র), মো. ফারুক আহমেদ ফারুক (স্বতন্ত্র), মো. আব্দুল ওয়াহেদ (স্বতন্ত্র) ও মোহাম্মদ শাহা আলী আরিফ (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম, মো. নুহ মিয়া ও মো. মোফাজ্জল হোসেন চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. লাইলী বেগম, ইছমতারা, মোছা. জেসমিন আক্তার ও মোছাম্মৎ জেবুন নেছা হক কোহিনুর।
এছাড়া শ্রীবরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাতিল হয়েছে ২ ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র। চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন মোঃ আশরাফ হোসেন খোকা (আওয়ামী লীগ), ইকবাল হাসান (জাতীয় পার্টি-এরশাদ), জাহিদুল ইসলাম জুয়েল (স্বতন্ত্র), আব্দুল হামিদ সোহাগ (স্বতন্ত্র), আব্দুল মতিন (স্বতন্ত্র), এ ডি এম শহিদুল ইসলাম (স্বতন্ত্র), এ কে এম পারভেজ সারওয়ার আলম (স্বতন্ত্র), আব্দুর রহিম দুলাল (স্বতন্ত্র) ও এরশাদুল আলম জজ (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন জুয়েল আকন্দ, ফরিদ আহমেদ নিলু, মিজানুর রহমান, খন্দকার মুহাম্মদ শামীম রানা, এমরুল কায়েস, গোলাম মোস্তফা, আনিসুর রহমান, ফজলুর রহমান ও এ বি এম সাইফুল মালেক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন লিপি বেগম, লাবিনা আক্তার ও জাহানারা বেগম।
এদিকে নালিতাবাড়ী উপজেলায় দাখিলকৃত সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা জন কেনেডি জাম্বিল। ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




