শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ভোট বর্জনের সংস্কৃতি চালু করে বিএনপি গণতন্ত্র হত্যার চক্রান্ত করছে। জনগণকে তারা ভয় পায়। ভোট বর্জনের মাধ্যমে জনগণের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। এই সংস্কৃতি থেকে বিএনপিকে বেড়িয়ে আসতে হবে।’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি আয়োজিত ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। ক্ষমতা যেতে হলে জনগণের মন জয় করতে হবে। দেশের মানুষ এখন অনেক সচেতন। তাদের কোন ষড়যন্ত্র সফল হবে না।’ মোহাম্মদ নাসিম বলেন, ‘গণতন্ত্রে ভোট হতেই হবে। সত্তর সালে নির্বাচনও আমরা বর্জন করিনি। বর্জন করলে হয়তো দেশ স্বাধীন হতো না। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে উৎসব শুরু হয়েছে।’
এ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অতি উৎসাহী দেখিয়ে নির্বাচনকে বিতর্কিত করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’
দলীয় এমপিকে নির্বাচনী এলাকার বাইরে পাঠানোর নির্দেশনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে কঠোর হাতে নির্বাচন পরিচালনা করতে হবে।। এমনটাই হওয়া উচিত। সুষ্ঠু নির্বাচন চাই।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। একটি দল নির্বাচন না আসলেও ভোট হচ্ছে, হবে। গণতন্ত্রে ভোটের কোন বিকল্প নেই। মোহাম্মদ নাসিম বলেন, আমরা সুশাসন চাই। একই সঙ্গে কঠোর শাসনও চাই। অনতিবিলম্বে পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম সরিয়ে নিতে হবে।’
‘গণতন্ত্র এখন মৃত’ বিএনপি নেতাদের এমন বক্তব্যেও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন গণতন্ত্র ১৪ হাত মাটির নিচে চলে গিয়েছিল। আপনারা নির্বাচন থেকে পালিয়ে যাবেন, ভোট বর্জন করবেন আবার বলবেন গণতন্ত্র মৃত। আসলে তারা আবার গণতন্ত্র হত্যা করে ক্ষমতার আসার চেষ্টা করছে। ঐক্যফ্রন্টের গণশুনানিকে গণঘুষ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘আপনারা বইয়া যান, আমরা নির্বিঘ্নে দেশকে এগিয়ে নিয়ে যাই।’
সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, আয়োজক সংগঠনের মহাসচিব ফোরকান আলী হাওলাদার, কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. ইসমাইল, অধ্যাপক ডা. একেএম নিজাম উদ্দিন প্রমুখ।