নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর বিএজি অনার্স লেভেল-৪, সেমিস্টার-এক থেকে সম্প্রসারণ মাঠ সফরে আসা ৪৩ জন শিক্ষার্থীর উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে শেরপুরের নকলা উপজেলা ক্যম্পাস ও বিভিন্ন এলাকার কৃষকের বিভিন্ন ফসলের মাঠ। ওই ৪৩ শিক্ষার্থীর মধ্যে ২১ জন মেয়ে শিক্ষার্থী, যে কোন কাজে এই মেয়ে শিক্ষার্থীর অংশ গ্রহন সবার নজর কাড়ছে।

কৃষি প্রধান এই দেশের ভবিষ্যত কৃষি উন্নয়নের কর্নধারগন ২৪ ফেব্রুয়ারি রোববার থেকে ১ মার্চ শুক্রবার পর্যন্ত নকলায় অবস্থান করবেন। এই সফরে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জুলফিকার রহমান এবং তাঁর সাথে সহায়ক হিসেবে আছেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কৃষিবিদ সিরাজ্জুম মুনিরা। কর্মস্থলের পদাধিকার বলে কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাশ।
জানা গেছে, এই সফরে তাঁরা উপজেলার বিভিন্ন কৃষি মাঠ ও কৃষক মাঠ স্কুল পরিদর্শন, মাঠ দিবস ও পার্চিং এ অংশ গ্রহনসহ আলোক ফাঁদ, ভার্মি কম্পোস্ট, স্তুপ কম্পোস্ট, আধুনিক পানি ব্যবস্থাপনা (এডব্লিউডি) প্রযুক্তি, রাবার ড্যাম, পাত কুয়া (ডাগ ওয়্যাল)-এর মত বিভিন্ন প্রযুক্তি পরিদর্শন করে তা থেকে নতুন নতুন তথ্য সংগ্রহ ও কৃষি উন্নয়নে বা গবেষণায় কাজে লাগবে এমন জ্ঞান আহরণ করবেন।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি রোববার প্রফেসর ড. মো. জুলফিকার রহমান, প্রভাষক কৃষিবিদ সিরাজ্জুম মুনিরা ও ২১ জন মেয়ে এবং ২২ জন ছেলে শিক্ষার্থীকে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে ফুলদিয়ে বরন করে নেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও কৃষিবিদ শেখ ফজলুল হক মনি উপস্থিত ছিলেন।
বিএজি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর বিএজি অনার্স লেভেল-৪, সেমিস্টার-এক থেকে সম্প্রসারণ মাঠ সফরে আসা ২১ জন মেয়ে ও ২২ জন ছেলে শিক্ষার্থী এবং এই সফরে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জুলফিকার রহমান ও প্রভাষক কৃষিবিদ সিরাজ্জুম মুনিরাকে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
উপজেলা পরিষদরে হলরেুমে শুভেচ্ছা প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও কৃষিবিদ শেখ ফজলুল হক মনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কৃষি প্রধান এই দেশের ভবিষ্যত কৃষি উন্নয়নের কর্নধারগন ২৪ ফেব্রুয়ারি রোববার থেকে ১ মার্চ শুক্রবার পর্যন্ত নকলায় অবস্থান করবেন। কর্মস্থলের পদাধিকার বলে কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাশ।
আলোচনা ও পরিচিতি সভা : শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর বিএজি অনার্স লেভেল-৪, সেমিস্টার-১ থেকে সম্প্রসারণ মাঠ সফরে আসা ২১ জন মেয়ে এবং ২২ জন ছেলে শিক্ষার্থীকে নিয়ে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদরে হলরেুমে ওই সভায় সফরে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জুলফিকার রহমান ও প্রভাষক কৃষিবিদ সিরাজ্জুম মুনিরা, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলাকৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্রদাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও কৃষিবিদ শেখ ফজলুল হক মনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন কৃষি মাঠ ও কৃষক মাঠ স্কুল পরিদর্শন, মাঠ দিবস ও পার্চিং এ অংশ গ্রহনসহ আলোক ফাঁদ, ভার্মি কম্পোস্ট, স্তুপ কম্পোস্ট, আধুনিক পানি ব্যবস্থাপনা (এডব্লিউডি) প্রযুক্তি, রাবার ড্যাম, পাত কুয়া (ডাগ ওয়্যাল)-এর মত বিভিন্ন প্রযুক্তি পরিদর্শন কৌশল ও তা থেকে তথ্য সংগ্রহ ও কৃষি উন্নয়নে বা গবেষণায় কাজে লাগবে এমন জ্ঞান আহরণ করার প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। তাছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে বিএজি শিক্ষার্থীরা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর বিএজি অনার্স লেভেল-৪, সেমিস্টার-এক থেকে সম্প্রসারণ মাঠ সফরে আসা ৪৩ জন শিক্ষার্থীর উপস্থিতিতে শেরপুরের নকলা পৌরসভাধীন পাইসকা এলাকার কৃষক লিয়াকত আলীর বাড়ীর আঙ্গীনায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারনের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর ওই মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাশ।
ওই মাঠ দিবসে সম্প্রসারণ মাঠ সফরে আসা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-এর বিএজি শিক্ষার্থীর কোর্স পরিচালকের দায়িত্ব পালন করা ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জুলফিকার রহমান এবং প্রভাষক কৃষিবিদ সিরাজ্জুম মুনিরা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শেখ ফজলুল হক মনি এবং ২১ জন মেয়ে ও ২২ জন ছেলে বিএজি শিক্ষার্থীসহ স্থানীয় কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।




