স্টাফ রিপোর্টার ॥ নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবীতে বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি, শেরপুর জেলা ইউনিটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারি কলেজ গেইটে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ছারওয়ার জাহান, উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ, প্রফেসর মো. মজিবুর রহমান, প্রফেসর মো. আব্দুর রউফ, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, মো. আব্দুর রাজ্জাক খা, শেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. ছফিউল্ল্যাহ, মোহাম্মদ খালিদ হোসাইন প্রমুখ। এছাড়াও কলেজে একঘন্টা কর্মবিরতি পালন করা হয়। এতে কর্মকর্তা ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।