ads

সোমবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ৮:২৮ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে সাপের ছোবলে আব্দুস সাত্তার (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলার বকচর পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত আব্দুস সাত্তার স্থানীয় মৃত সমশের আলীর ছেলে। তার পরিবারে ৪ মেয়ে ও স্ত্রী রয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে আব্দুস সাত্তার প্রতিদিনের মতো বোরো ক্ষেতে মর্টারের সেচপাম্প দিয়ে পানি দিতে যান। ওই সময় তিনি সেচের পানি ধান ক্ষেতের কোনায় ইঁদুরের গর্ত দিয়ে বাইরে যেতে দেখে পা দিয়ে ওই গর্ত বন্ধ করার চেষ্টা করেন। ওই সময় গর্তে লুকিয়ে থাকা বিষাক্ত একটি গোখরো সাপ তার ডান পায়ে ছোবল দিলেও তিনি তা বুঝতে পারেননি। তবে সাপ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানালে আশপাশের লোকজন গর্ত খুড়ে সাপটিকে বের করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। তবে ক্রমেই সাপের বিষের কারণে দুর্বল হয়ে পড়েন আব্দুস সাত্তার। এক পর্যায়ে গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের ভ্যাকসিন না থাকায় ডা: সৈয়দ আলী আহাদ তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু জেলা সদর হাসপাতালেও সাপের ভ্যাকসিন না থাকায় সেখান থেকেও তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে তার স্বজনরা তাকে সেখানে না নিয়ে তাকে কালিবাড়ী ও ঝগড়ারচর এলাকায় কবিরাজের কাছে নিয়ে ঝাড়-ফুক দেয়। এতে তার অবস্থার আরও অবনতি হয়ে রবিবার রাত ৮টার দিকে মারা যান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৃত আব্দুস সাত্তারের জামাতা আব্দুর রেজ্জাক জানান, আব্দুস সাত্তার সাপের ছোবল বুঝতে না পেরে তাৎক্ষণিক ব্যবস্থা না নেয়ায় তার অবস্থা বেগতিক হয়। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম আন্ডা জানান, সোমবার দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!