শ্যামলবাংলা ডেস্ক : বিপিএল শেষে নিউজিল্যান্ড সফরে যেন ক্লান্ত দেখা গেল টাইগারদের। ব্যাটে-বলে মিলছিল না তাদের। একেবারই খেই হারা দলে পরিণত মাশরাফি বাহিনী। দলে নেই অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কারণে টাইগারদের আত্মবিশ্বাসে ঘাটতির দেখা মেলেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে ওয়ানডেতে নাস্তানাবুদ হয়ে টেস্টে ফিরতে চাইছেন লাল-সবুজেরা।
টেস্ট সিরিজের পূর্বে দুই দিনের প্রস্তুতি ম্যাচে তেমনটাই আভাস দিল টাইগাররা। এদিন দাপট দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪১১ রান তোলে সফরকারী বাংলাদেশ।
এদিন জ্বলে ওঠেন সফরে এখন পর্যন্ত মৃয়মাণ লিটন দাস। এদিন ৬২ রান আসে তার ব্যাট থেকে। ক্রিজে যেই নেমেছেন সবাই রান পেয়েছেন। সর্বোচ্চ ৬৭ রান এসেছে সাদমান ইসলামের ব্যাট থেকে। দ্বিতীয় দিনে ৪১২ রানের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয় কিউই একাদশ।
বোলিংয়ের শুরুটা দারুণ করেছিলেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে তার কাটারে গ্লাভসবন্দী হয়ে মাঠ ছাড়েন ওপেনার জ্যাকব ভুলা। এরপর এবাদতের অসাধারণ ইনসুইংয়ে বোল্ড হয়ে ৪৩ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ফ্লেচার। ২ উইকেটে নিউজিল্যান্ড একাদশের রান যখন ৫৭ তখনই লিংকনের বার্টসাটক্লিফ ওভালে হানা দেয় বৃষ্টি।
বৃষ্টির কারণে লাঞ্চের পর আর খেলা না গড়ানোয় নিজেকে ফিরে পাওয়া টাইগাররা আর মাঠে নামতে পারেননি। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। প্রস্তুতি ম্যাচ ফলাফল ড্র হলেও ২৮ ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে বাংলাদেশি ব্যাটসম্যানরা যে নিজের প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিয়েছেন সে বিষয়টি ইতিবাচক দেখছেন বিশ্লেষকরা।
