স্টাফ রিপোর্টার ॥ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। ২৩ ফেব্রুয়ারি শনিবার গণভবনে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ওই তালিকা চূড়ান্ত হয়।
এবারের তালিকায় শেরপুরের ৩ উপজেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন শ্রীবরদীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, ঝিনাইগাতীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও নালিতাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি এ ৩ উপজেলায় উপজেলায় মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ এবং ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।