নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের অদূরে কালিনগর এলাকায় মহাসড়কে দুদুয়ার খালের উপর নির্মিতব্য ব্রীজের পাশের ডাইভারসন সড়কের বেইলি ব্রিজটি বালুভর্তি ট্রাক পার হওয়ার সময় ভেঙে পড়েছে। এতে শেরপুর জেলা শহরের সাথে নালিতাবাড়ী উপজেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ২২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ওই ঘটনা ঘটে।
কালিনগর এলাকার নালিতাবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার বাদশা মিয়া বলেন, শুক্রবার সকালে বালুভর্তি একটি ট্রাক নির্দেশনা অমান্য করে নির্মাণাধীন ব্রিজটির পাশের ডাইভারসন সড়কের বেইলি ব্রিজ হওয়ার সময় ব্রিজ ভেঙ্গে ট্রাকটিও খালে পড়ে যায়। এরপর থেকেই এই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। তবে আমরা বিকল্প ব্যবস্থার চিন্তা ভাবনা করছি।
শেরপুরের সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ জানান, বালুভর্তি ট্রাকটি বেইলি ব্রিজ পার হওয়ার সময় আমাদের দারওয়ানের নিষেধ অমান্য করে বিজ্রটি ভেঙ্গে ফেলেছে। এই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ওই ট্রাকের ড্রাইভার তা মানেনি। তিনি আরও জানান, মহাসড়কের ব্রিজটি নির্মাণ করছে এমএন বিল্ডার্স ও জামান কন্সট্রাকশন নামের দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠান। আমারা সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে খুব দ্রুততম সময়ের মধ্যেই বেইলি ব্রিজটি সংস্কারের চেষ্টা করছি। এমনকি নতুন করে ডাইভারসন সড়ক ও ব্রিজ তৈরি করতে হতে পারে। এজন্য কমপক্ষে ৮/ ১০ দিনের মতো সময় লাগতে পারে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমি শুক্রবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে শেরপুর সড়ক ও জনপদ বিভাগের সাথে যোগাযোগ করেছি। আশা করছি তারা অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শেরপুর টু নালিতাবাড়ীর সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখার উদ্যোগ নেবেন।