স্টাফ রিপোর্টার ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে ৫ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমজাদ হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, হুইপ পত্নী শান্তা রহমান, মেয়ে ডাঃ শারমিন রহমান অমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। মেলার প্রথম দিনেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বেশ জমে উঠেছে। মেলার সমাপনী দিনে সেরা স্টল ও অংশগ্রহনকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এদিকে মেলা উদ্বোধন শেষে শেরপুরের তরুণ লেখক তন্ময় সাহার বই ‘ডাকবাক্সের তলায় ধুলো’র মোড়ক উন্মোচন করেন হুইপ আতিউর রহমান আতিক।