স্টাফ রিপোর্টার : শেরপুরের তরুণ গণমাধ্যমকর্মীদের প্লাটফরম ‘শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে শহরের নিউমার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেক কাটার পূর্বে অায়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অাইনজীবী সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম অাধার।
শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, কালেরকন্ঠ শুভ সংঘের সভাপতি শামীম হোসেন, জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, ক্লাবের উপদেষ্টা ও শেরপুর টাইমস’র নির্বাহী সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, ও রক্ত সৈনিক বাংলাদেশের সভাপতি আল-আমিন রাজু।
ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি ও শ্যামলবাংলা২৪ডটকম’র স্টাফ রিপোর্টার এস এম জুবাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ বাংলা টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনিউজ৭১ ডটকম’র জেলা প্রতিনিধি জিয়াউল হক জুয়েল, দপ্তর সম্পাদক শেরপুর টুডে’র স্টাফ রিপোর্টার রইচ উদ্দিন আহমেদ হৃদয়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আওয়ারইসলাম২৪ডট কম’র জেলা প্রতিনিধি মিনহাজ উদ্দিন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক আমার সময়’র জেলা প্রতিনিধি নাঈম ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি রফিকুল ইসলাম আধার বলেন, তরুণদের প্লাটফর্ম এ ক্লাবটি ইতোমধ্যে জেলার নজর কেড়েছে। মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহে ক্লাবের প্রতিটি সদস্য কাজ করছে। আমি এ ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন বলেন, শেরপুরের সাংবাদিকদের মূল সংগঠন শেরপুর প্রেসক্লাবের পাশাপাশি পেশাদার তরুণ সাংবাদিকদের এ সংগঠনটি শেরপুরের প্রতিটি দপ্তরে পরিচিতি লাভ করেছে। তরুণদের এ সংগঠনের সহযোগিতার জন্য শেরপুর প্রেসক্লাব ছিলো এবং আগামীতেও থাকবে।
শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও শেরপুর টাইমস’র নির্বাহী সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, শেরপুরের প্রথিতযশা-স্বনামধন্য সাংবাদিকদের পদাঙ্ক অনুসরণ করে তাদের অভিজ্ঞতার সাথে তারুণ্য যোগ করার প্রত্যয়ে জেলায় কর্মরত তরুণ গণমাধ্যম কর্মীদের প্ল্যাটফর্মটি ইতোমধ্যে জেলার সিনিয়র সাংবাদিকদের প্রশংসা কুড়িয়েছে। আমি বিশ্বাস করি আগামীতে এ সংগঠনটির সকল সদস্য সত্যের পথে নির্ভীক হয়ে কাজ করবে।
পরে অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সংগঠনের নেতৃবৃন্দ।