স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বসন্ত বরণ ১৪২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। । ‘এসো মিলি বসন্ত উৎসবে’ শ্লোগানকে সামনে রেখে ১৩ ফেব্রুয়ারি বুধবার বিকেলে পৌরসভা প্রাঙ্গণ থেকে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে পৌর পার্ক মাঠে বসন্ত বরণ মঞ্চে এক সাংষ্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বিভিন্ন সাংষ্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠান পরিবেশিত হয়।
ওইসময় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, পাতাবাহার খেলাঘর আসর, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ বরীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, বাংলাদেশ নৃত্য শিল্প সংস্থা, নন্দন সংগীত নিকেতন, নজরুল চর্চা কেন্দ্র, ঝংকার সাংস্কৃতিক পরিষদ, শান্তি নিকেতন, তৃষ্ণা শিল্পী গোষ্ঠী, রূপান্তর সুরের ভুবন, মডেল গালর্স কলেজ, অঞ্জলী আবৃতি নিকেতনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বসন্ত বরণ অনুষ্ঠান মালায় অংশ গ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন করুনা দাস কারুয়া।
ওইসময় অন্যান্যদের মধ্যে সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ার, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।