স্টাফ রিপোর্টার ॥ শেরপুর কন্ট্যাক্ট নামের একটি মোবাইল অ্যাপস তৈরি করেছে আইটি প্রতিষ্ঠান বিডিআইটি জোন। বর্তমান ডিজিটাল যুগে পৃথিবী এখন হাতের মুঠোয়। তাই নিজ জেলা শেরপুরকে বিশ্বের বুকে তুলে ধরতে এই অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপসটি তৈরি করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
বিডিআইটি জোনের স্বত্ত্বাধিকারী ইফতেখার হোসেন পাপ্পু জানান, শেরপুর কন্ট্যাক্ট নামের মোবাইল অ্যাপসটির প্রথম সংস্করণ চলছে। এটি এখন গুাগল প্লে-ষ্টোরে পাওয়া যাচ্ছে। মাত্র দুই মেগাবাইট ইন্টারনেট খরচ করে যে কেউ এটি ডাউনলোড করে নিতে পারছেন। কন্ট্যাক্ট মেনুতে যাওয়ার পর এতে রয়েছে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিসের মেনু, অ্যাম্বুলেন্স সার্ভিস, হাসপাতাল, ব্লাড ব্যাংক, জেলা পুলিশ, পাওয়ার সার্ভিস, বাস সার্ভিস, ট্রাভেল ইনফো, সাংবাদিক, রেস্টুরেন্ট ও অন্যান্য সেবা সমূহের মেনু। যেখানে একবার ক্লিক করেই জানা যাবে ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম, মোবাইল ও ই-মেইল ঠিকানা। এতে জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানের যোগাযোগের বিস্তারিত ঠিকানা দেওয়ায় সেবা গ্রহিতারা সহজেই তাদের কাঙ্খিত সেবা পাবেন।
তিনি আরও জানান, শেরপুর জেলায় রয়েছে মনোরম প্রাকৃতি সৌন্দর্য্য ভরপুর গারো পাহাড়। এখানে রয়েছে গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকোপার্ক ও লাউচাপাড়া পিকনিক স্পট। শীত মৌসুমসহ প্রায় সারাবছর এসব স্পটে পর্যটকদের ভিড় লেগেই থাকে। তাই দেশী বিদেশী পর্যটকরা এই অ্যাপসের ট্রাভেল ইনফোর লেখা ও ভিডিও অনুসরণ করে বিশ্বের যে কোন প্রান্ত থেকে শেরপুর জেলার ওইসব পর্যটন কেন্দ্রগুলোতে আসতে পারবেন। তাছাড়া জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস, হাসপাতাল ও আইন শৃংঙ্খলা রক্ষায় জেলা পুলিশের নম্বরতো আছেই।
পাপ্পু জানান, শেরপুর কন্ট্যাক্ট মোবাইল অ্যাপসের প্রথম সংস্করণের কাজ চলছে। এটি সব সময়ই আপডেট করা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।