শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতকে বিএনপি ছেড়ে দেবে বলে মনে হয় না। কারণ দুটো দলই সাম্প্রদায়িক চেতনা ধারণ করে। তিনি ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওই কথা বলেন।
জামায়াত বিএনপিকে ছেড়ে যাচ্ছে বলে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, এটা আমার কাছে মনে হয় না। আদর্শগতভাবে জামায়াত বিএনপিকে ছাড়বে কিংবা বিএনপি জামায়াতকে ছাড়বে। যদি তেমন কোনো বিষয় আসে, তাহলে তা কৌশলগত একটা বিষয়।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এরপরে বিএনপি এতে অংশ নিল নাকি নিল না, তা নিয়ে আওয়ামী লীগের কোনও মাথাব্যথা নেই।