স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়িতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট ওই কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি আলহাজ্ব এমএ হাকাম হীরা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু।
এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি রবিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কন্ঠভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচন করা হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া (দৈনিক জনতা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আহসান (আলোকিত বাংলাদেশ), অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আহসান মঞ্জু (দৈনিক খবর) প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম (যায়যায়দিন), কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম তালুকদার (দৈনিক ভোরের কাগজ) ও আল হেলাল দৈনিক সংগ্রাম)।
