নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন, অধ্যক্ষ মোহাম্মদ আলতাব আলী ও আব্দুল খালেক, নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ, টিআই শাহাব উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
ওইসময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দের মধ্যে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের ও বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সভায় বক্তারা নকলা উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় থানার ওসি কাজী শাহনেওয়াজসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।