ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ২ দিন ব্যাপী সরস্বতী পূজার সমাপ্তি হয়েছে। ১১ ফেব্রুয়ারি সোমবার উপজেলার বিভিন্ন স্থানের প্রতিমা বিসর্জন দেয়া হয়। রবিবার বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যাদেবী সরস্বতী পূজা শুরু হয়। বিভিন্ন পূজা মন্ডপে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বাণী আর্চনা, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে ওই পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু ভক্তদের ঢাক ঢোল ও বাজনায় মুখরিত হয়ে ওঠে পূজা মন্ডপগুলো। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। গতকাল সোমবার আনুষ্ঠানিকতায় বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সরস্বতী পূজা।




