ময়মনসিংহ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের মাতা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা’র স্ত্রী ও নুরুন্নাহার খানম টগর (৭২) আর নেই। ৮ ফেব্রুয়ারি শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না………..রাজিউন)। দীর্ঘদিন যাবত তিনি লিভার, ডায়াবেটিকসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার বাদ জোহর শহরের চরপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে ভাটিকাশরস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা অংশ নেন।
ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন প্রয়াত নুরুন্নাহার খানম টগর। তিনি টাঙ্গাইলের সাদাত বিশ্ববিদ্যালয় কলেজের একমাত্র নারী নির্বাচিত ক্রীড়া সম্পাদিকা ছিলেন। শিক্ষা নগরী ময়মনসিংহের প্রি-ক্যাডেট হাইস্কুলের শিক্ষকও ছিলেন তিনি। তার ছোট ছেলে নাইমুল হক বাবু ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বার্তা সম্পাদক।
এদিকে, নুরুন্নাহার খানম টগরের মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এফবিসিসিআই’র তিনবারের নির্বাচিত সাবেক পরিচালক আমিনুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: ইকরামুল হক টিটু, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, ময়মনসসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ.এম. এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম খান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।