শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ অন্ধকার। যে দলের নেতাদের ঝুঁকি নেয়ার সাহস নেই, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তিনি ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওই কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচিতে সিনিয়র নেতাদের অনুপস্থিতি কি ভাঙনের সুর কিনা- এর জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতি যখন সংকটে তখন যে নেতাদের ঝুঁকি নেয়ার সাহস নাই তারা কোনো দিনও দলকে এগিয়ে নিয়ে যেতে পারে না। এ দলের ভবিষ্যৎ অন্ধকার।’
এসময় তিনি আরও বলেন, বিএনপির আন্দোলনে মানুষের সমর্থন নেই। বিএনপির আন্দোলনের ইস্যু তামাদি হয়ে গেছে। তারা আন্দোলনের ডাক দিলেও জনগণ সাড়া দেবে না।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ও সন্ত্রাসের জন্য দেশে-বিদেশে তারা ইমেজ সংকটে রয়েছে। তাদের এখন প্রথম ও প্রধান কাজ হচ্ছে ইমেজ সংকট দূর করা। ইমেজ সংকট কাটিয়ে না উঠলে জনগণ তাদের আন্দোলনের ডাকে সাড়া দেবে না। কালো ব্যাচ, কালো পতাকা এবং মানববন্ধনের ডাক দেবে কিন্তু এতে কোনো সাড়া পাওয়া যাবে না। এসব নিয়েই তাদের থাকতে হবে।’