স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার মেজবাউল আলম ভুইয়া।
সভায় দিবসটি উদযাপন উপলক্ষে নিরাপত্তা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শহীদ মিনারের পরিস্কার-পরিচ্ছন্নতা, সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে এ দিন পালনসহ ডিসি উদ্যান চত্বরে বই মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওইসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




