ময়মনসিংহ প্রতিনিধি ॥ বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহে ড্রেস মেকিং এন্ড টেইলরিং ট্রেড কোর্সে প্রশিক্ষিত ৪৩জন মহিলাদের মাঝে সনদপত্র ও ভাতা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান । এই প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য তার পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহযোগিতা এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য একটি মাইক্রোবাস প্রদান বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন বলে দেয়ার আশ্বাস দেন বিভাগীয় কমিশনার মাহমূদ হাসান।
গতকাল দুপুরে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র ময়মনসিংহের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখোশ জাহান, নটরডেম কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ ড. ফাদার কমল জি. রোজারিও, বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ মাহবুবুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা জামান।
