নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে একটি কামারের দোকানে অভিযান চালিয়ে রামদা তৈরিকালে ৬ টি রামদা সদৃশ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সেইসাথে আটক করা হয়েছে মোকছেদুল ইসলাম নামের কামারকে। ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পৌরশহরের ভোগাই নদীর ব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়। পুলিশের আগমন টের পেয়ে ওই দোকান থেকে তৈরি করা আরও ১২টি রামদা নিয়ে জনৈক মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি সটকে পড়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের ভোগাই নদীর ব্রিজের নিচে জনৈক মোকছেদুল ইসলাম কামার তার দোকানে বেশকিছু রামদা তৈরি করছিল। রামদা তৈরির ঘটনাটি আশপাশের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানে তৈরিরত অবস্থায় ৬টি রামদা সদৃশ অস্ত্রসহ মোকছেদুলকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত মোকছেদুল ইসলাম জানায়, ওই এলাকার মাহাফুজ কসাইয়ের ছেলে সোহেল (২৮) ১৫ হাজার টাকার বিনিময়ে তাকে ২০টি রামদা তৈরী করার জন্য অর্ডার দেয়। সে আরো জানায় কিছুক্ষণন আগে সোহেলের পিতা তৈরী করা ১২টি রামদা নিয়ে সটকে পড়েছে।
রামদা উদ্ধারকারী এসআই আইনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে অভিযুক্তদের আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো ঠিক রামদা নয়, অনেকটা ছুরি আকৃতির। এগুলোকে ওই কামার দোকানী আগুন দিয়ে পুড়িয়ে ও পিটিয়ে কেবল প্রস্তুত করতে চাচ্ছিল। খবর পেয়ে আমরা কামারকে আটক করেছি ও অপরজনকে খুজছি। অপরদিকে বাকি অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে, শহরের ভিতরে রামদা উদ্ধারের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।