নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ভুল প্রশ্নে পরীক্ষা নেয়ায় তারাগঞ্জ ফাজিল মাদ্রাসার কেন্দ্র সচিব এফএম মোশারফ হোসেন আকন্দকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিবার তাকে ওই অব্যাহতি প্রদান করেন। পরে উপজেলার গোজাকুড়া দাখিল মাদ্রসার সুপারিন্টেডেন্ট আলহাজ্ব মাওলানা মো. জামাল উদ্দিনকে সোমবার ওই কেন্দ্রের সচিব হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার নিজ দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন গত শনিবার দাখিল পরীক্ষার্থীরা কোরআন মজিদ বিষয়ে পরীক্ষা দেয়। এমসিকিউ পরীক্ষার আধা ঘন্টা পর শুরু হয় সিকিউ (সৃজনশীল)। এসময় আধা ঘন্টা অতিবাহিত হওয়ার পর পরীক্ষার্থীরা টের পান তারা ২০১৯ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০১৮ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে। টের পাওয়ার পর আধা ঘন্টা সময় বাড়িয়ে দিয়ে ২০১৯ সালের প্রশ্নপত্র সরবারাহ করে বেলা দেড়টায় পরীক্ষা শেষ হয়। পরদিন রবিবার বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত বিষয়ে খবর প্রকাশিত হলে ওই দিনই কেন্দ্র সচিব এফএম মোশারফ হোসেন আকন্দকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
নতুন কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ পাওয়া আলহাজ্ব মাওলানা মো. জামাল উদ্দিন বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, শনিবার ওই কেন্দ্র সচিব এফএম মোশারফ হোসেন আকন্দ কোরআন মজিদ পরীক্ষায় ভুলক্রমে ২০১৯ সালের পরিবর্তে ২০১৮ সালের প্রশ্নপত্র সরবরাহ করায় সোমবার তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থলে আলহাজ্ব মাওলানা মো. জামাল উদ্দিনকে কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়।